প্রস্তুত ব্রিগেড , প্রস্তুত মঞ্চ : অসুস্থ শরীর নিয়ে সকলের জন‍্য বার্তা পাঠালেন বুদ্ধদেব ভট্টাচার্য

27th February 2021 11:10 pm কলকাতা
প্রস্তুত ব্রিগেড , প্রস্তুত মঞ্চ : অসুস্থ শরীর নিয়ে সকলের জন‍্য বার্তা পাঠালেন বুদ্ধদেব ভট্টাচার্য


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : প্রস্তুত ব্রিগেড প‍্যারেড গ্ৰাউন্ড । রাত শেষ হয়ে সূর্য উঠলেই আছড়ে পড়বে জনতার স্রোত । অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার । আলো ফুটলেই পায়ে পায়ে পৌঁছে যাবেন " কমরেড "রা ব্রিগেডের সবুজ মাঠে । আসন্ন বিধানসভা নির্বাচন । এক কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বাম রাজনীতি । ক্ষমতায় নেই রাজ‍্যে । সময়ের সাথে বদলেছে সমীকরণ । এক সময়ের রাজনৈতিক প্রতিপক্ষ এখন জোটসঙ্গী । কংগ্ৰেসকে সাথে নিয়ে ই ব্রিগেড মাঠে জনসমাবেশ । থাকছে আরো একাধিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল । থাকবেন আইএস এফ এর আব্বাস সিদ্দিকী । ব্রিগেডের মাঠ থেকেই সুর বেঁধে দেবেন নেতৃত্ব পাড়ায় পাড়ায় জোটবদ্ধ প্রচারের । এবার ব্রিগেড।হবে । কিন্তু ইচ্ছা থাকলেও আসতে পারবেন না প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । পাম এভিনিউ এর বাড়িতে থেকেই শুনবেন তার " কমরেড " দের কথা । ইতিমধ‍্যেই তাঁর একটি লিখিত বার্তা এসেছে দলের নেতৃত্বের কাছে । সেখানে সমাবেশের সাফল‍্য কামনা করেছেন বুদ্ধদেববাবু । এবার বিজেপি ও তৃণমূলের সাথে লড়াই বামেদের । ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজায়গায় করে বামেরা কতটা প্রাসঙ্গিক হয়ে ওঠে তার দিকেই তাকিয়ে সকলে । এই ব্রিগেড বহু উত্থান পতনের সাক্ষী । শীতের আমেজ কেটে গরমের প্রভাব বেড়েছে । ব্রিগেড মাঠে জনতার উত্তাপ এর দিকেই নজর সবার । ব্রিগেড এর রেশ ব‍্যালটে কতটা তা সময় বলবে । আপাতত প্রতীক্ষা রাত শেষ হয়ে সূর্য ওঠার ! 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।